করোনা প্রতিকার প্রতিরোধ - ইসলাহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট তাওবা করি। অত:পর আমার এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ তাআলা কবুল করুক। এই সময়ে ইসলামি ব্লগ অত্যন্ত জনপ্রিয় উঠেছে। এই বিপ্লবের গনজোয়ারে ইসলামের সঠিক ও চূড়ান্ত বার্তা পৌঁছাতে পোষ্ট গুলো বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তা আলা আমাদের কবুল করুন। আমিন

Breaking

Home Top Ad

কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী গুলো সবাইকে জানিয়ে সচেতন করতে চাই।

Post Top Ad

এখানে এ্যাড দেওয়া হবে

Sunday

করোনা প্রতিকার প্রতিরোধ



আসসালামু আলাইকুম। বর্তমান যে অবস্থা চলছে তাতে যারা দিনমুজুর বা দিন এনে দিনে খায় এদের অবস্থা খুব খারাপ। আজ নিজ মহল্লার অনেকের কাছে
খোজ নিয়ে দেখলাম। এরকম অবস্থায় আমাদের প্রতিবেশির হক আদায় করা। এই সময় আমাদের একটা সুযোগ। এ অবস্থায় আমরা যা যা করতে পারি -

১. খাবার অপচয় করবো না। যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবো। বাকি খাবার প্রতিবেশীদের খোজ নিয়ে বিতরন করে দিবো।

২. যাদের প্রয়োজনের অধিক খাবার আছে সেখান থেকে খাবার বিতরন করবো।

৩. যার যতটুকু সামর্থ আছে (চালা, ডাল আলু, তৈল) ততটুকু দিয়ে সাহয্য করবো।

৪. যাদের সামর্থ নেই তারা বেশি বেশি দোয়া করবো।

৫. আমাদের উপর যাদের যাকাত ফরয হয়েছে তারা যদি যাকাতের কিছু অংশ দিয়ে সাহয্য করেন তবে তা উত্তম হবে।

- আমাদের মহল্লায় কিছু দারিদ্র পরিবার রয়েছে। আমরা চেষ্টা করছি যাকাতে টাকা তুলে একখানে করে খুজে খুজে অসহায়দের মাঝে বিতরন করার। আপনার আপনাদের মহল্লাতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। এমন সুযোগ সব সময় আসে না। তাই সুযোগকে কাজে লাগান।

No comments:

Post a Comment

ALHAMDULILLAH MEDIA