একসময় বিসিএস ক্যাডার হওয়ার অনেক স্বপ্ন ছিলো - আল ইন্তিফাদা (শেষ জাগরণের সিপাহী) - ইসলাহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট তাওবা করি। অত:পর আমার এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ তাআলা কবুল করুক। এই সময়ে ইসলামি ব্লগ অত্যন্ত জনপ্রিয় উঠেছে। এই বিপ্লবের গনজোয়ারে ইসলামের সঠিক ও চূড়ান্ত বার্তা পৌঁছাতে পোষ্ট গুলো বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তা আলা আমাদের কবুল করুন। আমিন

Breaking

Home Top Ad

কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী গুলো সবাইকে জানিয়ে সচেতন করতে চাই।

Post Top Ad

এখানে এ্যাড দেওয়া হবে

Saturday

একসময় বিসিএস ক্যাডার হওয়ার অনেক স্বপ্ন ছিলো - আল ইন্তিফাদা (শেষ জাগরণের সিপাহী)

একসময় বিসিএস ক্যাডার হওয়ার অনেক স্বপ্ন ছিলো। পরিবার, পরিজনের প্রত্যাশার  তীর ছিলো আমার দিকে তাক করা। ভার্সিটিতে উঠার পর টানা ২/৩ বছর রাতদিন পরিশ্রম করেছি। এভাবেই চলছে দিনগুলো। সাথে পাপ কাজ তো পাল্লা দিয়ে চলছে ই। মোটিভেশনাল স্পীকারদের বক্তব্য গুলা ইউটিউবে রাত দিন শুনতাম৷ সুউচ্চ পদ দরকার,ডিমান্ড স্যালারি দরকার,সোশ্যাল ভেলু দরকার। জীবনের চূড়ান্ত লক্ষ্য গুলো স্বপ্নের অট্টালিকায় যেনো ইমারত তৈরি করছে


কিন্তু ধীরে ধীরে যেনো প্রবল অনাসক্তি চলে আসলো। হাল ছেড়ে দিলাম রাত দিন পড়ার। ক্রমশ অবনতির দিকে স্বপ্ন গুলো। এখন যেনো আমার কাছে এগুলো শুনলে বিষাক্ত লাগে৷
কিছু উপলব্ধি হানা দেয়৷ চিন্তার জগতে একচ্ছত্র আধিপত্য থাকা জিন্দেগী লক্ষ্য যেনো প্রচন্ড ঢাক্কা খেলো।
ভাবতে থাকলাম দুনিয়ায় জন্য রাতদিন পরিশ্রম করছি,হয়তো ৩০ বছর বা তার বেশি সুখে থাকার জন্য৷ কিন্তু চিরকাল আবাসস্থল  পরকালের জন্য কি করছি। এতোদিন যেগুলো আমি মোটিভেশনাল, ক্যারিয়ার, স্বপ্ন মনে করতাম আজ সেগুলো চরম তুচ্ছ মনে হচ্ছে৷
একসময় ভাবতাম প্রাইভেট জবের সেইফটি নেই। সরকারি জব আছে নিশ্চয়তা।
এখন মনে হচ্ছে যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই দ্বীনের পথে পূর্ণাঙ্গ ভাবে আসতে হবে৷ আর দ্বীনের পথে চলে আসলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। চাকরি চলে যেতে পারে,জীবন চলে যেতে পারে,জেলে চলে যেতে পারে, হিজরত করতে পারে৷
আল্লাহর নবী রাসূল রা দ্বীনের জন্য লতাপাতা খেয়েও বেচে ছিলেন, তারপরও দ্বীন থেকে সামান্যতম বিচ্যুতি হননি।দ্বীনের প্রতি ছিলো অবিচল, অসম ধৈর্য। আর তাদের কাছে দুনিয়া ছিলো তুচ্ছ।
আমি ফিরে আসতে চাই। এই নফস কে আগুন থেকে বাঁচাতে চাই। আর সেই ভয়াবহ ফুটন্ত অগ্নিশিখা সহ্য করার ক্ষমতা আমার নেই।
বাধা হয়ে দাড়িয়েছে পরিবার, পরিজন,সমাজ। ওদের কাছে চাই দুনিয়াবি কৃতি,সফলতা। কঠিন সমীকরণ হয়ে দাড়িয়েছে।
আল্লাহ যেনো আমায় কবুল করেন। দ্বীনের উপর যেনো আজীবন স্থীর রাখেন। আল্লাহ আমি আখিরাতের জন্য জীবনটাকে বিক্রি করতে চাই।
আমার টাইমলাইনে অনেক দ্বীনদার আছেন। আল্লাহর পথে লড়াই করা,হক্বের উপর কায়েম থাকা অনেক সম্মানিত ভাই-বোনেরা আছেন। আপনাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি৷ আপনাদের কাছে দোয়া চাই,পরামর্শ চাই।

ID LINK

No comments:

Post a Comment

ALHAMDULILLAH MEDIA