ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ২ - ইসলাহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট তাওবা করি। অত:পর আমার এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ তাআলা কবুল করুক। এই সময়ে ইসলামি ব্লগ অত্যন্ত জনপ্রিয় উঠেছে। এই বিপ্লবের গনজোয়ারে ইসলামের সঠিক ও চূড়ান্ত বার্তা পৌঁছাতে পোষ্ট গুলো বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তা আলা আমাদের কবুল করুন। আমিন

Breaking

Home Top Ad

কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী গুলো সবাইকে জানিয়ে সচেতন করতে চাই।

Post Top Ad

এখানে এ্যাড দেওয়া হবে

Tuesday

ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ২



দাজ্জালের আগমন অস্বীকার

হযরত ইবনে আব্বাস (রাযি:) বর্ণনা করেন,ওমর (রাযি:) একদিন
ভাষণ দিলেন। তাতে তিনি বললেন,অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন এক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে,যারা রজমকে (ব্যাভিচারের দায়ে পাথর নিক্ষেপে হত্যা করার দণ্ডবিধি) অস্বীকার করবে,দাজ্জালের আগমনকে অস্বীকার করবে,কবরের আযাবকে অস্বীকার করবে,সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলমান জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার আকীদাকে অস্বীকার করবে।" (ফাতহুল বারী,খ. ১১,পৃ. ৪২৬)

খলিফা ওমর (রাযি:) এর ভবিষৎবাণী আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। ইহুদী-খ্রিস্টানদের অর্থে প্রতিপালিত এনজিও সংস্থাগুলো তাদের প্রভূদের পরিকল্পনায় নিত্যদিন ইসলামী বিধিবিধান নিয়ে মশকারা ও তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। ইসলামী চিন্তা-চেতনা ও বোধ-বিশ্বাসকে মুসলমানের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইসলাম,ইসলামি আইন ও ফতোয়া ইত্যাদি নিয়ে এমনভাবে যে যেভাবে ইচ্ছা আলোচনা চালাচ্ছে, যেন এসব কোন মানুষের তৈরি বিধান! হাল আমলে ইসলামি বিধানকে "মধ্যযুগীয়, বর্বর" আখ্যা দেয়া বুদ্ধিজীবী-চিন্তাবিদের অভাব নেই। এরাই আমাদের শেখায় কেয়ামত বলে কিছু নেই,পরকাল বলে কিছু নেই,দাজ্জাল বলে কিছু নেই।

No comments:

Post a Comment

ALHAMDULILLAH MEDIA